মামুন বিল্লাহ, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ২০২৪ এর ২য় সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকায় এ খেলায় ঈশ্বরীপুর স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব। খেলায় নির্ধারিত সময় শেষে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট পেয়ে যান তারা। খেলায় দুটি গোলই করেন বিদেশি খেলোয়াড় চিপস্। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের অধিনায়ক আহম্মেদ দিদার। সর্বোচ্চ গোল দাতার পুরস্কার গ্রহণ করেন বিদেশি খেলোয়াড় চিপস্। ম্যাচ পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর কবির, সহকারি হিসাবে মাজেদুর রহমান, আতাউর রহমান ও সাকিবুল ইসলাম, ম্যাচ কমিশনার হিসাবে ছিলেন সুকুমার দাস বাচ্চু। খেলায় উপস্থিত ছিলেন ৬নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও নলতা ইউনিয়ন বিএনপি-এর সকল অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী। আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে হাজিপুর ইয়াং স্টার ক্লাব বনাম মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব।