নিজস্ব প্রতিবেদক:
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় এনইউবিটিকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার যৌথ উদ্দ্যেগে ‘জঙ্গীবাদ, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভ‚মিকা’ শীর্ষক সেমিনার আনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ এনইউবিটিকে এর প্রায় দুইশত শিক্ষার্থী অত্র সেমিনারে অংশ গ্রহণ করেন। এনইউবিটি খুলনা এর উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহির উদ্দীন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কেএমপি মো: মাসুদুর রহমান ভ‚জ্ঞা (বিপিএম সেবা)। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন রুনু ইকবাল বিথার সদস্য (প্রশাসন ও অর্থ) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা খুলনা। প্রবন্ধ উপস্থাপনা করেন ড. মো: শাহ আলম রেজিস্ট্রার, এনইউবিটি খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার ডীন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এনইউবিটি খুলনা; মো: আব্দুস সালাম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: জোনাল অফিস খুলনা এবং মো: মিজানুর রহমান, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা জেলা।
এ ছাড়াও বক্তব্য রাখেন - অধ্যাপক সহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক আবুল বাশার নাহিদ, খুলনা বিশ্ববিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক, মো: সাইফুল ইসলাম (শহিন) প্রম‚খ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নরুল ইসলাম হোসনেয়ারা (পুস্প) ইসলাম ফাউনডেশন ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মানবতাবাদী এ্যাডভোকেট অলিউর ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জঙ্গীবাদ, মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠণ করতে হলে দেশবাসী তথা তরুনদের এই ধ্বংসাত্মেক কাজ হতে দূরে সরে আসতে হবে। এ ছাড়া প্রত্যেক অভিভাবকে এসবের কুফল সম্পর্কে তাদের কোমল মতি সন্তানদের জানাতে হবে।