প্রেস বিজ্ঞপ্তি: নব জীবন এর আয়োজনে উদ্যাপিত হলো বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। শনিবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় নব জীবন সেন্টার এ পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুঠানে সভাপতিত্ব করেন নবজীবন ইনষ্টিটিউটট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি এবং নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ক্রীড়াংগনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন অনন্য। মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে দেশকে শত্রুবাহিনীর হাত থেকে যেমন তিনি মুক্ত করেছেন; তেমনি একজন ক্রীড়ানুরাগী হিসাবে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসাবে নিজেকে চির অম্লান করেছেন। তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধারে ফুটবল, হকি, ক্রিকেট এবং টেবিল টেনিস এ একজন দক্ষ খেলোয়াড় ছিলেন। তিনি শুধু খেলাধুলায় নয় বরং সাংস্কৃতিক অঙ্গনেও অবদান রেখেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অংগনে তার অসামান্য কৃতিত্ব এবং অবদানের কথা আমরা হৃদয়ে চির স্মরণীয় করে রাখবো। তিনি যুব সমাজকে শেখ কামাল এর আদর্শে অনুপ্রাণিত হয়ে খেলাধুলায় উৎসাহি হবার আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নব জীবন মাইক্রোফিন্যান্স কর্মসূচি এর কো-অর্ডিনেটর মো. সেলিম মিয়া ও নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মো. রেজাউল করিমসহ নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন ইনষ্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রধান বাচ্চু মুনশি।