প্রেস বিজ্ঞপ্তি; গতকাল নভো জীবন, ইউকে- এর সহযোগীতায় এবং নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা এর সার্বিক ব্যবস্থাপনায় “কমিউনিটি বেজড ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম” শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার মনিরামপুর উপজেলাস্থ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যায়ল প্রাঙ্গনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফুড পার্স্বেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। প্রধান অতিথি বলেন, দারিদ্রতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি নব জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শত শত অসহায় মানুষের কল্যানে এগিয়ে এসেছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন সহযোগীতার প্রতি নির্ভরতা কমিয়ে নিজের পায় দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং নিজের সামর্থের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরিবারকে স্ববলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশ ও সাধারণ মানুষ এগিয়ে যাবে। তিনি নব জীবন এর এই ফুড পার্স্বেল সহযোগীতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরণের মহৎ কার্যক্রম আরো বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ কামাল (তুষার) এবং এবিএস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আব্দুল হক (তুহিন)। আলোচনা অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ফুড পার্স্বেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন এর প্রজেক্ট ম্যানেজার মো. অছিউল আলম।