
সংবাদদাতা: সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন আশাশুনির বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যানবৃন্দ। রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে গমন করে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ফুলেল শুভেচ্ছা কালে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার দীপ ও ছাত্রলীগ নেতা রাসেল হোসেন উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন চেয়ারম্যানবৃন্দ।