
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তারেক হাসানকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৮ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম ও সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,সি.সদস্য যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, বি.এম বাবলুর রহমান,সদস্য পার্থ প্রতিম মন্ডল, জহর হাসান সাগর,লিটন হুসাইন,কাজী জীবন বারী,ফয়সাল হোসেন,হাফিজুর রহমান প্রমুখ। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে তালা উপজেলার সামগ্রিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, তথ্যপ্রাপ্তিতে স্বচ্ছতা ও গণমাধ্যমের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন।
নবাগত ইউএনও তারেক হাসান তালা প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,তালা প্রেসক্লাব এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের সমস্যা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।

