ফিংড়ী সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কৃতি সন্তান সাতক্ষীরা জেলার নব-নিযুক্ত তথ্য অফিসার হওয়ায় ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্থিত এ ডি এস প্রেসক্লাবের পক্ষ থেকে মো:জাহারুল ইসলাম টুটুলকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। এডি এস প্রেসক্লাবের সভাপতি শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে (২৬ আগস্ট) শুক্রবার বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মো:জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান, এডি এস প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ তৈমুর হোসেন, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, সাহিত্য সম্পাদক সেকেন্দার আবু জাফর, সদস্য মো:শিহাব উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এডি এস প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে থাকবেন ও ক্লাবের সার্বিক খোঁজ খবর নেবেন সব সময় এমন আশ্বাস দিয়েছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন,দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: জিয়ারুল ইসলাম।
নবনিযুক্ত জেলা তথ্য অফিসারকে ফুলেল শুভেচ্ছা
পূর্ববর্তী পোস্ট