
মোঃ আবু বক্কর সিদ্দিকঃ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান নবদ্বীপ গ্রাম উন্নয়ন সংস্থা শনিবার (৪ জানুয়ারী) সকালে দুস্থ মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে আর্থিক সহায়তা ও কম্বল বিতরন করেছে। উক্ত অনুষ্ঠানে শাহিন মাহমুদের সঞ্চালনায় সংস্থার পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন মুজিব বর্ষে এই সংস্থার মত গ্রামের বৃত্তবান ব্যক্তিদের মাধ্যমে দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন ভাবে সহযোগিতা করতে। অনুষ্ঠানটিতে কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক শীতবস্ত্র বিতরণ , প্রতিবন্ধীদের সহায়তা ,ও দুস্থ মহিলাদের বিনা লাভে ঋণ প্রদান করা হয়।অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ মুজিবর রহমান , কৃষ্ণনগর ইউ,পি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি , ইউপি সদস্য সাইফুল ইসলাম ঢালী । অনুষ্ঠান শেষে ৩৫০ জন ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ , ২ জন ব্যক্তি কে ১০০০০ টাকা করে সুদমুক্ত ঋণ বিতরণ , ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।