সাতনদী অনলাইন ডেস্ক:বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ইংল্যান্ডের জন লুইস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুইসের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় আসছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ জন লুইস। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন তিনি। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে আপাতত দুই সিরিজের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ ও নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে কাজ করবেন লুইস। তবে এই দুই সিরিজে তার কাজে সন্তুষ্ট হলে চুক্তির মেয়াদ বাড়তে পারে বলে নিশ্চিত করেছে বিসিবি।
লুইস ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে ডারহামের কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে লঙ্কানদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন।
ক্রিকেট ক্যারিয়ারে লুইস ডারহাম ও সাসেক্সের হয়ে ২০৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ সেঞ্চুরির পাশাপাশি ১০ হাজার ৮২১ রান করেছেন।