আল মামুন: দেবহাটা উপজেলার নারী উচ্চ শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে পূর্বে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু কর্ণারকে আরো তথ্যবহুল ও সমৃদ্ধশালী করে নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে।শনিবার বেলা ১১টায় কলেজের শিক্ষক পরিষদের সচিব সহঃঅধ্যাপক বাবু অমরেন্দ্র নাথ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান, সহঃ অধ্যাপক নজরুল ইসলাম, সহঃ অধ্যাপক জাহাঙ্গীর কবির, সহঃ অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, সহঃ অধ্যাপক আসাদুল কবির, সহঃ অধ্যাপক মোস্তফা আব্দুল্যাহ আল মামুন, প্রভাষক আনিছুর রহমান সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, কলেজের বঙ্গবন্ধু কর্ণারকে ভবিষ্যতে আরো উন্নত ও সমৃদ্ধ করা হবে। তোমরা নিয়মিত বঙ্গবন্ধু কর্ণারে এসে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানবে এবং তাঁর চিন্ত, দর্শন, ও কর্মকে নিজ জীবনে ধারন করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবে।