নড়াইল সংবাদদাতা:
ভিন্ন ভিন্ন অপরাধে নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠান গুলোকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। রবিবার (১২ মার্চ) নড়াইল সদর উপজেলার কুড়িগ্রাম ও ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন রুপগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণবকুমার প্রামাণিক এর নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স মদিনা ফুডকে ৫হাজার টাকা, মেসার্স মামুন ফল ষ্টোরকে ৫০০ টাকা, মেসার্স কেয়া কসমেটিকসকে ১ হাজারসহ মোট ৬ হাজার ৫০০টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামানিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।