নড়াইল সংবাদদাতা:
নড়াইলের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকেলে সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, প্রধান বক্তা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
এ সময় আরো বক্তব্য দেন বিশেষ অতিথি আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এড, সোহরাব হোসেন বিশ্বাস,সাবেক সাধারণ সম্পাদক এড, সৈয়দ মোহাম্মাদ আলী,সদরের পৌর মেয়র আন্জুমান আরা,যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতি বিশ্বাস, নড়াগাতী থানা আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন বশির, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে জেলার উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধান অতিথিকে এগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করেন। পাশাপাশি আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া তার বক্তব্যের শুরুতে প্রবীন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সহচর বেদুইন সাত্তারকে সন্মাননা ক্রেস্ট প্রদান করে, বক্তব্য শুরু করেন।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া তথ্যবহুল বক্তব্যে বলেন, আজ যদি মুক্তিযোদ্ধার শক্তিকে যদি কেউ বাধাগ্রস্থ করে তাহলে বুঝবো তারা পাকিস্থানের সেই পরাজিত শক্তির অংশ। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই-পুস্তক পড়ার চর্চা করতে হবে।