নড়াইল সংবাদদাতা:
নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিতিশ বিশ্বাস (৩০), অসিত রায় (২৬), সঞ্জয় কুমার বিশ্বাস (৩২), হৃদয় বিশ্বাস (২৩), অনিমেশ বিশ্বাস (২৬), বলাই বিশ্বাস (২৪) এবং মিঠুন টিকাদার (২৪)। সকলেই নড়াগাতি থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাঐসোনা ইউনিয়নে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা মধ্যপাড়া গ্রামের প্রতীক রায়ের মুদি দোকানের পশ্চিম পাশে ডুটকুরা খাল পাড়ে জুয়ার আসর চলাকালীন সাত জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ৫৩০ টাকা উদ্ধার করে পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক ও জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।