নড়াইল সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধিনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী,গনমাধ্যমকর্মী ও সুশিল সমাাজের অংশগ্রহনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বৃহসপতিবার জেলা শিল্পকলা একাডেমি হল রুমে কাউন্টার টেরোরিজাম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার রবিউল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল সাহানারা বেগম,হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক , বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সাইফুর রহমান হিলু, লোহাগড়া পৌরসভার মেয়র মশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমী মজুমদার, পুলিশের ডিআই ওয়ান মীর শরীফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, শিক্ষার্থী সালাউদ্দিন, উর্মিতা, লাবণ্য প্রমুখ। সেমিনারে উগ্রবাদ বিষয়ক বিভিন্ন ধারনা, কারণ, উগ্রবাদে জড়িত হওয়ার প্রক্রিয়া ও নির্দেশক এবং উগ্রবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তারা বক্তব্য দেন।