নড়াইল সংবাদদাতা:
নড়াইলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বুধবার জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় নড়াইল জেলার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন । সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন,নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,সিনিয়ার সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন,মলয় নন্দি,কার্তিক দাস,হুমায়ুন কবীর রিন্টু,দৈনিক ওশানের সম্পাদক আলমগীর সিদ্দিক নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা প্রমুখ।
বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বিগত ২ বছর ৩ মাস তার কর্মময় সময়ে নড়াইলের উলেখ্যযোগ্য কর্মকান্ডের সার্বিক চিত্র তুলে ধরেন। এবং নড়াইলকে আরো কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দেন।