প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিটে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিটে, বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় এবং সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “ভবিষৎ পৃথিবীর লক্ষ্যে পরিবেশ দূষণ রোধ নয়, পরিবেশ বিশুদ্ধকরনী প্রয়োজনীয়” বিষয়ের উপর স্কুলের ছাত্রছাত্রীরা উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন (পক্ষে, লাল দল) খাইরুল ইসলাম, নুসরাত জাহান, শামিমা সুলতানা ও (বিপক্ষে, সবুজ দল) অনিক মন্ডল, প্রিয়ন্তি মন্ডল, সাবিহা সুলতানা। উপরোক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে মোট ২ টি গ্রুপে ৬ জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিটের প্রধান শিক্ষক মো. সাইদুল আলম। বিচারকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার দাশ, মো. মোতাহার হোসেন ও হারাধন মিস্ত্রী। “ভবিষৎ পৃথিবীর লক্ষ্যে পরিবেশ দূষণ রোধ নয়, পরিবেশ বিশুদ্ধকরনী প্রয়োজনীয়” এই বিষয়ের উপর বিজয়ী হয়েছেন পক্ষ (লাল দল) এবং শ্রেষ্ঠ বক্তা
নির্বাচিত হয়েছেন পক্ষে দলের দলনেতা খায়রুল ইসলাম। অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এই বিতর্কের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো এবং অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো রিচার্ড হালদার, ইয়ূথ ফেলো সাকিব হাসান, সাতক্ষীরা ইয়ূথ হাব ও যুব সংঘের সদস্যবৃন্দ।