নগরঘাটা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল মোড়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উপলক্ষে পুরাতন পঞ্জিকা অনুযায়ী বাংলা সনের শেষ ভাদ্রে অনুষ্ঠিত হয় এ মেলা। এই পূজাকে কেন্দ্র করে গুড় পুকুরের সাথে মিল রেখে ত্রিশমাইলেও এই মেলার উদ্বোধন করা হয়। নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপু প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি জানান, মেলায় কসমেটিক্স, ইলিশমাছ, বাচ্ছাদের খেলনা, ঘড়ি, চশমা, বিভিন্ন রকমের ভাজা, রকমারী মসলা পানসহ প্রায় ১শ’র বেশি দোকান বসেছে। সেই সাথে বিনোদন দিতে আছে নাগরদোলা। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার এসআই সবুর, বাংলাদেশ জাসদের তালা উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, খন্দকার শাহাদাত হোসেন, ওয়ার্ড সদস্য নবীনেওয়াজ, রফিকুল ইসলাম, মীর কাশেম, সিদ্দিক হোসেন, সাইফুল হোসেন, আব্দুস সামাদ, জাহিদ হোসেন, এরশাদ আলি (আটুলি) প্রমুখ।