জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর সদরে নকিপুর মধ্যপাড়া জামে মসজিদের ঢালাই কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নকিপুর মধ্যপাড়া গাজী পাড়া জামে মসজিদের ঢালাই কাজ শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এড. জহুরুল হায়দার বাবু, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলী, গাজী পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি গাজী আশরাফ আলি, বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদের ঢালাই কাজ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন শ্যামনগর থানা মসজিদের ইমাম মোঃ জুবায়ের হোসেন।