প্রেস বিজ্ঞপ্তি: গোপীনাথপুর বিনেরপোতা গ্রামের হারান চন্দ্র সরকার ও আরতি সরকারের মেয়ে অর্চনা সরকার জন্ম তারিখ ২৫/৬/১৯৯৫ মে বর্তমান বয়সে বয়প্রাপ্ত হওয়ায় আইডি নং- ৯৫৫১২৯৫৭০৩ । তাহার স্কুল জীবনের মুসলিম সাথীদের চলাফেরা আদব আদর্শ পর্দাকে ভক্তিও শ্রদ্ধা করতেন। কলেজ লাইফে পড়ালেখার পাশাপাশি মুসলিম বন্ধ-বান্ধবিদের আচার ব্যবহার দেখে মুসলিম ধর্মের প্রতি পূর্ণ বিশ^াস আগ্রহ ভালবাসা জাগ্রত হয় এবং ইসলাম শ^াশত চিরন্তন ইহকালে শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ হওয়ায় ইসলামের প্রতি সম্মান ও ভালভাসায় নবমুসলিমের জন্য দোয়া চেয়েছেন পুরাতন সাতক্ষীরা খোকন স্মৃতি সংসদ, পত্রিকা পরিবেশক রোকন, মফিজ, আমির, সাহাদাৎ(ভোমরা)সহ একাধিক ব্যক্তি। মরিয়ম মুসলিম ধর্ম গ্রহণ করেন ৭/০৭/২০২০ তারিখে বর্তমানে মরিয়ম এর এস এস সি ও এইচ এস এস সি সমাপ্ত হয়েছে।