নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার নওয়াপাড়ায় ইউনিয়নে গনটিকার দ্বিতীয় ডোজের টিকা নিলেন ৫ শত ৭০ জন।
মঙ্গবার (৭ সেপ্টেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম অব্যহত ছিলো ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প:প: কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার প্রমুখ। সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলমান থাকে। টিকা গ্রহন কারীদের সমাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করে টিকা প্রদান করা হয়। এছাড়া টিকা প্রদান কালে আনসার ও গ্রাম পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্রনী ভুমিকা পালন করেন।