নিজস্ব প্রতিনিধি: ধূলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্তকৃত) আবদুস সালামের অভিযোগের শুনানী গ্রহণ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের কক্ষে উভয় পক্ষের শুনানী গ্রহণ করা হয়। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মাহাবুবুর রহমান জানান, প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম (সাময়িক বরখাস্ত) বিদ্যালয়ে কর্মরত থাকাবস্থায় বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করা, সরকারী নীতিমালা লঙ্ঘন করিয়া কোচিং বাণিজ্য করা, সরকারী ও ম্যানেজিং কমিটির নির্দেশনা অমান্য করাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্থ করছে বলে বিদ্যালয়ের অভিভাবক মো. জাহারুল ইসলাম ৮ জুলাই ২০২২ তারিখে আমার নিকট লিখিত আবেদন করিলে তৎপ্রেক্ষিতে ৯ জুলাই ২০২২ তারিখের বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত পক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সম্পন্ন শেষে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দিবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবদুস সালামকে সোমবার (২৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর থানা পুলিশ আটক করে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।