দ্যুতিদীপন বিশ্বাস: পাকিস্তানের বর্বরতা বাংলাদেশকে মুক্ত করার জন্য ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালী জাতি নিজের অধিকার ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে যেসব মহান দেশপ্রেমিক মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল । সেই সব মুক্তিযোদ্ধাদের দেশবাসী জানাই বিনম্র শ্রদ্ধা।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ সংগ্রামে অংশ নেয়া এমনি একজন বীর সৈনিক মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ। ১৪ই জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ। ৮নং ধুলিহর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন দীর্ঘসময় ধরে এই বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ। এসময় মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে দৃষ্টান্তমুলক সফলতা দেখিয়ে ধুলিহর ইউনিয়নবাসী তথা সকল স্তরের মানুষের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছন প্রয়াত মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ। বর্তমান সময়ের রাস্তাঘাট, কালবাট, গুলোর অধিকাংশই এই প্রয়াত মুক্তিযোদ্ধার মাধ্যমে তৈরি হয়েছিল। শুধু এখানেই শেষ নয় বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ গড়েছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কারন এই বীর মুক্তিযোদ্ধা জানতেন দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা অতি জরুরি। রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ এর ছিলো সক্রিয় ভূমিকা। ৮০ দশকে সদর থানা আওয়ামিলীগ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ। কালের আবর্তে জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ চিরনিদ্রায় নিদ্রায়িত হয়ে শুয়ে আছেন মাটিয়াডাংগা নিজ গ্রামের মাটিতে। বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফের ১৪ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরন করেছেন ধুলিহর ইউনিয়নের সর্বস্তরের মানুষ। ১৪ জানুয়ারী মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা স.ম আ:রউফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও এই বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুলোতে বিশেষ কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।