নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব শুকদেবপুর প্রাইমারী স্কুল হতে পেয়ারাখালী পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বিপ্লব মন্ডল এ কাজের উদ্বোধন করেন। বেসরকারী সংস্থা উত্তরন ও ভূমিজ ফাউন্ডেশন যৌথ উদ্দোগে এবং দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এ কাজ সম্পূর্ন হচ্ছে বলে জানা যায়। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বিপ্লব মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এলাকার আমফানে ক্ষতিগ্রস্ত অতি দরিদ্র প্রতিদিন ৯০জন শ্রমিক জন প্রতি ৩ শত টাকা মুজুরীতে ৩০ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রত্যন্ত জনপদে এ রাস্তা সংস্কার হওয়ায় এলাকাবাসী আনন্দিত।