
সংবাদ দাতা : জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িকতা, আগুন সন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে ধুলিহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ধুলিহর ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী দত্ত (উন্নতি)’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, ধুলিহর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রাবেয়া খাতুন প্রমুখ। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা।