প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২০, ১২:৪৭ অপরাহ্ণ
ধুলিহরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজু মোল্লা
দ্যুতিদীপন বিশ্বাস
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ বাস্তবায়নে সামর্থ্যবান দের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে ।তারই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু নাসিম পাভেল এর নির্দেশনায় সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের একাধিক স্থানে কর্মহীন, নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের বাড়িতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য উপহার দেওয়া হয় । দরিদ্র ও অসহায় দের ভরসা স্থল সাতক্ষীরার রাজু মোল্যার নেতৃত্বে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়।
নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে রাজু মোল্যা বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশে ও তার প্রভাব পড়েছে। বাংলাদেশের এমন দুঃসময়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা নাসিম পাভেলের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরার অসহায় মানুষের হাতে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী উপহার হিসাবে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
রাজু মোল্লা আরো বলেন,, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অত্র কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.