নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, সহায় এবং ভূমিজ ফাউণ্ডেশনের বাস্তবায়নে দক্ষিন-পশ্চিম অঞ্চলের জনগণের জন্য বর্ধিত সহায়তা কর্মসূচির আওতায় দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ধুলিহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, আওয়ামী লীগ নেতা গণেশ চন্দ্র মন্ডল প্রমূখ।