দ্যুতিদীপন বিশ্বাস: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়েছে। LRDO ও সেঞ্চুরি একাডেমির সার্বিক তত্ত্বাবধানে রবিবার (৩ই মে) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের ৮নং ধুলিহর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের বয়ারবাতান, তেতুলডাঙ্গা,কাশীনাথ পুর, রুদ্রপুর, আছানডাঙ্গা গ্রামের অর্ধশতাধিক দরিদ্র, কর্মহীন, অসহায় পরিবারের মাঝে এসব শাক সবজি বিতরণ করা হয়।
শাক সবজি বিতরণ কালে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ডের ত্রান কমিটির সদস্য ডাঃ দিনদীপ্তি বিশ্বাস, ৫নং ওয়র্ডের বিশিষ্ট সমাজ সেবক এবং সুনামধন্য ব্যবসায়ী জি,এম আলামিন গাজী বাবু প্রমুখ।
উল্লেখ্য ৭ই এপ্রিল থেকে শুরু করে অদ্যাবধি সেঞ্চুরি একাডেমির তত্বাবধানে সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ছয়শতাধিক পরিবারে এসব শাক সবজি বিতরণ করা হয়। এই কার্যক্রম আগামীতও অব্যহত থাকবে।