নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও জনগণের চাওয়া পাওয়া নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়দল গ্রামে ইউপি সদস্য এনামুল হক খোকন’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহর এই অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। শহরের সুযোগ সুবিধা গ্রামে পৌছে দিতে কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি আরো বলেন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকবোনা। তাই মানুষের কল্যাণে ভাল কাজটি করে যেতে হবে। আপনাদের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনকল্পে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড টেন্ডার করেছে। খুব শীঘ্রই জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।”
উঠান বৈঠকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা ছাত্ররীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, লাভলু প্রমুখ।