ডেস্ক রিপোর্ট: ধানে ব্যবহৃত কীটনাশকে মৎস্য সম্পদের ক্ষতি রোধে সতর্কতা অবলম্বনের আহবানে সাতক্ষীরার শ্যামনগরে মাইকিং করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে উপকূলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের উদ্যোগে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ^রীপুর, রমজাননগর ও শ্যামনগর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাইকিং করে এই সতর্কবার্তা প্রদান করা হয়।
উদ্যোক্তারা জানান, উপকূলীয় এলাকায় বিশেষ করে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান উৎপাদনের প্রধান মৌসুম হলো আমন মৌসুম। ইতোমধ্যে চাষীরা ধান রোপণ করেছেন। কিন্তু অসতর্কতাবশত কোনো কোনো কীটনাশক ব্যবহারের কারণে ধান ক্ষেতের পার্শ^বর্তী জলাশয়ের মাছসহ বিভিন্ন প্রজাতির শামুক, ব্যাঙ, জোঁক এবং বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে। একটু সতর্কতা অবলম্বন করলে এই ক্ষতিরোধ করা সম্ভব। একই সাথে কৃষিক্ষেত্রে ব্যবহৃত ক্ষতিকর কীটনাশকের তালিকা সংগ্রহ করে প্রচারণা চালানো হচ্ছে। এসব ক্ষতিকর কীটনাশক এড়িয়ে চলা শ্রেয়।