নজরুল ইসলাম, তালা: ধানদিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব এর পিতা মরহুম ইয়াকুব আলী দর্জি’র রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা মরহুমের গ্রামের বাড়ি ধানদিয়ায় সেনেরগাতি গ্রামে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক আবু বক্কর গাজী, যুব সংহতি নেতা মতিয়ার রহমান সরদার, ধানদিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি শফিউজ্জামান শফিক, শ্রমিক পার্টির নেতা মো পলাশ খাঁ প্রমুখ। মরহুম ইয়াকুব আলী রবিবার (৭ জানুয়ারি) বিকাল চারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ধানদিয়া ইউনিয়ন জাসদ ইনু কমিটির সভাপতি ছিলেন।