
নিজস্ব প্রতিবেদক: বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে নিউ মার্কেটের সম্মুখ সড়ক অভিমুখে বিক্ষোভ মিছিল করে সাতক্ষীরার সর্বস্তরের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা নিউ মার্কেটের সম্মুখ সড়কে মানববন্ধন করেন।
প্রতিবাদী স্লোগান এবং বক্তব্যে শিক্ষার্থীরা ধর্ষক ও যৌন নিপীড়কদের দ্রুত বিচার এবং নারীদের নিরাপত্তার দাবি জানান।