শ্যামনগর ব্যুরো: সারাদেশে পালাক্রমে ধর্ষণ ও অবাধ নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে শ্যামনগরে যুব ফোরাম এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলার যুব ফোরাম এর আয়জনে লিডস এর উদ্যোগে ১১ অক্টোবর বুধবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, শামনগর উপজেলা যুব ফোরাম এর উপদেষ্টা মন্ডলের সভাপতি মাষ্টার নজুরুল ইসলাম।মানববন্ধন অনুষ্ঠিত বিভিন্ন স্কুল,কলেজ ছাত্র-ছাত্রী ও যুব ফোরাম এর সদস্য'রা অংশগ্রহণ করে।
বক্তা গন বলেন, ধর্ষকদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সকল প্রকার সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন।