নড়াইল সংবাদদাতা:
দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ ) ১১টার দিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। এসময় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি আক্তার হোসেন বিশ্বাস, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, চাল,ডাল,,তেল,লবন, পেয়াজ,আদা,রসুনিসহ নিব্যপ্রয়োজনীয় দ্রব্যের সারা বছর লাগামহীন উর্দ্ধগতিতে শ্রমিক বেচে থাকা দায় হয়ে পড়েছে । বেকার শ্রমিকের বেকার ভাতা,সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে দাবী করেন। শ্রমিক,কৃষক এসময় দলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।