বাণিজ্য ডেস্ক:
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।
শুক্রবার (২৪ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব। এজন্য ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন করতে হবে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।
অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, অধিক মুনাফা লাভের আশায় পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হবে।
আর ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি আমিনুল হক শামীম বলেন, প্রকৃত মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা না করলে মোবাইল কোর্টের প্রয়োজন হবে না। এজন্য সবাইকে সহনশীল থাকার আহবান জানান তিনি।
এসময় সভায় বাজার নিয়ন্ত্রণে তদারকি অব্যাহত রাখা, প্রতিটি দোকানে পণ্যমূল্য টানানো বাধ্যতামূলক করা, অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট প্রতিরোধ, ভেজাল পণ্য বিক্রি বন্ধসহ যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ ব্যবসায়িক সংগঠন ও পরিবহন সংগঠনগুলোর নেতারা।