
সংবাদদাতা: দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা। ২ এপ্রিল শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহিনুর রহমান শাহিন, স্বাস্থ্য উন্নয়ন কমিটির নেতা আব্দুল্লাহ বিশ্বাস, নারী নেত্রী রওশন আরা, লাইলী বেগম, মমতাজ, জরিনা, ছাত্রলীগ নেতা ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।