নিজস্ব প্রতিবেদক : জাতীয় ইংরেজি দৈনিক "দ্য বিজনেস স্ট্যান্ডার্ড" পত্রিকায় সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাতনদী পত্রিকার প্রধান প্রতিবেদক আকরামুল ইসলাম। ঢাকার পত্রিকা অফিসের এডমিন থেকে পাঠানো নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। রোববার নিয়োগপত্রটি সাতক্ষীরা পৌঁছায়।
আকরামুল ইসলাম বিজয় টিভি, দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্বপালন করছেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। তার বাবা তালা সদরের সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার তালা অফিস প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।
পেশাগত দায়িত্বপালনের জন্য আকরামুল ইসলাম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
অভিনন্দন ও শুভেচ্ছা
দৈনিক সাতনদীর প্রধান প্রতিবেদক জাতীয় ইংরেজি দৈনিক "দ্য বিজনেস স্ট্যান্ডার্ড" পত্রিকায় সাতীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, বার্তা সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-বার্তা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, মফস্বল বার্তা সম্পাদক এম. আর মিঠু, সার্কুলেশন ম্যানেজার জগন্নাথ রায়, নিজস্ব প্রতিবেদক মাহফুজুর রহমান, হাবিবুর রহমান বাবু, দ্যুতিদীপন বিশ্বাস সহ কর্মরত সকল সাংবাদিক।