
নিজস্ব প্রতিবেদক: দ্যা পোল স্টার এন্ড পৌর হাই স্কুল সাতক্ষীরার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় স্কুল ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ সময়ের উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মিতুন নাহার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ঝর্ণা মন্ডল, শিক্ষক দীপক কুমার মৃধা, রেহানা পারভীন, অসিত বরন মন্ডল, আমজাদ হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। জেলা পরিষদ এবং জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত আর্থিক সহায়তায় ভবনটি নির্মাণ হচ্ছে বলে বিদ্যালয়টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের সকল শিক্ষা এবং একাডেমিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।