অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্পর্শকাতর স্থানে স্ত্রীর লাথিতে আবুল হাশেম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী লায়লী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ভোরে সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, জঙ্গল সলিমপুর এলাকার হাশেম-লায়লীর ২৭ বছর সংসার জীবনে তারা নিঃসন্তান ছিলেন।
এ নিয়ে প্রায়ই দুজনের মধ্য ঝগড়া হতো। সম্প্রতি হাশেম দ্বিতীয় বিয়ে করতে উদ্যোগ নেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার সামাজিকভাবে তারা বৈঠকও করেন।
ঘর থেকে লোকজন চলে যাওয়ার পর ফের বিবাদে জড়িয়ে পড়েন দুজন। এ সময় স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি মারেন স্ত্রী। এতে মৃত্যু হয় হাশেমের। এ ঘটনার পর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।