
নিজস্ব প্রতিবেদক: লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিনেও সাতক্ষীরা শহরে ঢিলেঢালা লকডাউন পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার (২২ শে এপ্রিল) মিলবাজার থেকে শুরু করে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় যে, মানুষের উপচে পড়া ভীড় ও সেই সাথে তাদের চলাচলের বাহনগুলোও। এসব মানুষের অধিকাংশের মুখে নাই কোন মাস্ক, না মানছে নিরাপদ দুরত্ব বজায় রাখা। শহরের খুলনা রোড, লাবনী সিনেমা ও পি,এন স্কুল মোড়ে জেলা প্রশাসনের ততা¡বধানে জনসচেতনায় ওয়াচ টাওয়ার ও প্রচার মঞ্চ বসিয়ে সার্বক্ষনিক প্রচার চালিয়ে যাচ্ছে যে, নো মাস্ক, নো সার্ভিস। মাস্ক আমার, সুরক্ষা আমার। স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন ,সুস্থ্য থাকুন।।এগুলোর কোন কিছুই মানছে না সাধারন মানুষ। এদিকে শহরে কেনাকাটার উদ্দেশ্যে আসা সেলিম, কাকলী, জাহানারা ও এরকম অনেকের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, সামনে ঈদ তাই কেনাকাটার জন্য শহরে এসেছি। এসব মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই শহরের বিভিন্ন দোকানে দোকানে ঘুরে কেনাকাটা করছে। শহরে মানুষের চলাফেরার বাহনগুলো সীমিত করা, মুখে মাস্ক ব্যবহার করা, নিরাপদ দুরত্ব বজায় রাখা, ও সর্বোপরি দোকানপাট বন্ধ রাখাসহ নানাবিধ স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমান টিম তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমান টিম প্রতিদিন তাদের অভিযানে দোকানদারদের লকডাউন না মানার কারনে জরিমানাও করছেন। অধিকাংশ দোকানদার তাদের দোকানের সামনে একজন করে লোক রেখে দিয়েছে, এরকম একটি দোকানের লোককে তার দাঁড়িয়ে থাকার কারন জিঞ্জাসা করলে তিনি বলেন, কখন ভ্রাম্যমান টিম অভিযানে আসে, তা দেখার জন্য দাঁড়িয়ে আছি। আর যখনই ভ্রাম্যমান টিম অভিযানে আসে ঠিক তখনই ঐ লোকটা তাদের দোকানের শার্টার বন্ধ করে দেয়। এভাবেই চলছে শহরের দোকানদারদের বেচাকেনা।