পাটকেলঘাটা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কুমিরা মহিলা ডিগ্রী কলেজের দাতা সদস্য সহ বহুবিদ সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন জননেতা বিশ্বজিৎ সাধুকে নৌকার মাঝি দেখতে চাই। বিশ্বজিৎ সাধু দীর্ঘ ৫৫ বছর ধরে আওয়ামীলীগের আদর্শ রাজনীতির সাথে জড়িত। তিনি রাজনৈতিক জীবনে কখনও দালাল বাটপারদের প্রশ্রয় দেননি। তালা-কলারোয়ার আপামর জনসাধারন তাকে একনামে চেনে। তিনি সদালাপী, নিরহঙ্কারী একজন মানুষ। তালা-কলারোয়ার বিভিন্ন এলাকার জনসাধারনের মতামত নিয়ে জানাগেছে আগামী ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার শীর্ষে রয়েছেন প্রিয় নেতা বিশ্বজিৎ সাধু। বিভিন্ন এলাকাঘুরে জনগনের মতামত নিলে জনগন সৎ যোগ্য নির্ভিক এই জননেতাকে তালা কলারোয়া আসনে নৌকা মাঝি হিসেবে দেখতে চেয়েছেন। এ ব্যাপারে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশ্বজিৎ সাধু বলেন, ২০০৬ সালে কৃষি উৎপাদন ছিল ২ কোটি ৬১ লক্ষ মেট্রিক টন। বর্তমানে সেটি ৯ কোটি ৮০ লক্ষ মেট্রিক টন। ২০০৬ সালে মৎস্য উৎপাদন ছিল ২১.৩০ লক্ষ মেট্রিক টন। বর্তমানে সেটি ৫৩.১৪ লক্ষ মেট্রিক টন। ২০০৬ সালে বিধবা ভাতা ও স্বামী পরিত্যাক্তা ভাতা ছিল ৫ লক্ষ ২৪ হাজার যেটি বর্তমানে ২৫ লক্ষ ৯৮ হাজার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৬ সালে সেচের আওতা ছিল ২৮ লক্ষ হেক্টর জমি যেটি বর্তমানে ৭৯ লক্ষ হেক্টর জমি। ২০০৬ সালে বেকারত্বের হার ছিল ৬.৭৭ শতাংশ বর্তমানে ৩.৬ শতাংশ। ২০০৬ সালে লবণ উৎপাদন ছিল ৮.৫৪ লক্ষ মেট্রিক টন বর্তমানে সেটি দাড়িয়েছে ২৩.৪৮ লক্ষ মেট্রিক টন। ২০০৬ সালে বিদ্যুৎ সুবিধা ছিল জনসংখ্যার ২৮% বর্তমানে সেটি ১০০% পূর্ন হয়েছে। ২০০৬ সালে চা উৎপাদন ছিল ৩৯ মিলিয়ন কেজি বর্তমানে ৮১ মিলিয়ন কেজি। ২০০৬ সালে মাতৃ মৃত্যুর হার ছিল প্রতি লাখে ৩৭০ জন যেটি বর্তমানে ১৬১ জন। ১৩ লক্ষ গৃহহীনদের জমি সহ ঘর নির্মান করে দিয়েছেন যাতে উপকৃত হয়েছে প্রায় ৫০ লক্ষ মানুষ। এছাড়া উন্নত রাষ্ট্রের মর্যাদার জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা মাওয়া রেল লাইন, ঢাকা এলিভেটেড স্প্রে ওয়ে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্নফুলি ট্যানেল, পায়রা সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ আরও বহুবিদ প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে একটাই লক্ষ অবহেলিত, বঞ্চিত তালা কলারোয়ার মানুষের কল্যানে উল্লেখযোগ্য কিছু করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া, আশির্বাদ ও অনুপ্রেরনা আমাকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে পারে। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আপনাদের সেবায় পাশে থেকে অবহেলিত এই জনপদকে উন্নয়ন, শান্তি ও সম্মৃদ্ধির জনপদে পরিণত করতে সক্ষম হবো বলে আশাকরি। আমি আপনাদের দোয়া প্রার্থী।