আব্রাহাম লিংকন, শ্যামনগর: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করেছে শ্যামনগর উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই শ্যামনগর মাইক্রোস্টান্ড চত্বরে দলীয় নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে সমবেত হন। এরপর আনন্দ মিছিল বের করা হয়। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐ নিয়ে মুহুর্মুহু ¯েøাগান দেন নেতাকর্মীরা। মিছিলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে ¯েøাগান দেয়া হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এসএম আতাউল হক দোলন, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান, সুশান্ত বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক খালেদা আয়ুব ডলি, শ্যামনগর পৌর আ.লীগের সভাপতি জিএম আকবর কবীর, ঈশ্বরীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এড. শুকর আলী, নূরনগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক সোহেল রানা (বাবু), উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, শ্যামনগর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক যুবলীগ নেতা প্রভাষক মিজানুর রহমান মিজান, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজ সরদার, শ্যামনগর উপজেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. দেলোয়ারা বেগম, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সাধারন সম্পাদক এমএম মাহবুব বাবু, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মোস্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামূল হক লায়েস, সাবেক সাধারন সম্পাদক জাহিদুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শেখ সুজন, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওহিদুল ইসলাম, শ্যামনগর মটর শ্রমিকের সভাপতি সাবের মিস্ত্রী, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবলীগ নেতা এসএম ফেরদাউস হায়দার, রবিউল ইসলাম, শ্যমনগর মহসিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ খান সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ। উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।