ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বহুল প্রচলিত পত্রিকা দৈনিক সাতনদী’র সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা এস, এম জগলুল হায়দার।
গতকাল শুক্রবার তিনি একাধিকবার ফোন করে অসুস্থ্য সাতনদী সম্পাদকের সাথে কুশল বিনিময় করেন ও তার শারিরীক অবস্থার খোঁজ- খবর নেন। এ সময় তিনি দৈনিক সাতনদী পত্রিকার ভূয়সী প্রশংসা করেন ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দৈনিক সাতনদী সম্পাদকের সুস্থ্যতা কামনা করেন।
উল্লেখ্যা দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ২১ জুলাই মঙ্গলবার থেকে থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন আছেন।