নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান কে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। সম্পাদক হাবিবুর রহমান জানান, ০৯ আগস্ট ২০২১ তারিখ সোমবার বিকাল ০৩:০৯ ঘটিকার সময়ে আমার ব্যবহৃত ০১৭১১ ৪৫০০২৫ নম্বরের মোবাইল ফোনটি বেজে ওঠে। সেখানে কোন সাধারন নম্বরের পরিবর্তে প্রাইভেট নাম্বার লেখা ওঠে। আমি ফোনটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে পুরুষ কন্ঠে বলে ওঠে, “বিএনপি’র ইলিয়াস, সালাউদ্দীনের গুমের খবর জানিস ? পত্রিকায় আজ কি লিখেছিস ? ভয়ভীতিকর হমকি প্রদর্শন করে বলে, তোকে ক্রস ফায়ারে দেব।” এরপর ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আর জানান, ৯ আগস্ট সোমবার দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পাতায় ৭ম ও ৮ম কলামে এবং অনলাইন ভার্সনে “ রাজাবাবুর বাড়িতে বিনা বাঁধায় জুয়া ও মদের আসর” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়\ এই খবরকে কেন্দ্র করে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে বলে আমি ধারনা করছি। হুমকিদাতা চক্রটি আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় ৫০৫ নং একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।