নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রতিদিনে কন্ঠ’র ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রতিদিনের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন ও সাতক্ষীরা প্রতিনিধি জাকির হোসেন মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আবুল কালাম , ৭১ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন , সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস কে কামরুল, মোস্তফা, আশা, পলাশ, সাদিক, জাহিদ, সাগর, রেজাউল, জুয়েল, ওভি, সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।