প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ
দৈনিক খবরের কাগজ পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন সাংবাদিক জাকির
প্রেস বিজ্ঞপ্তি: মুক্তচিন্তার স্বাধীন দৈনিক 'খবরের কাগজ' পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির। পত্রিকাটির সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নিয়োগপত্রে তাকে সাতক্ষীরা জেলা প্রতিনিধির দায়িত্ব প্রদান করা হয়। কর্মকালীন সময়ে সাংবাদিক জাকিরকে পত্রিকাটির নিয়ম এবং শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে নিয়োগপত্রে জানানো হয়। আগামী মাসের যেকোন দিন ১৬ পৃষ্ঠার ওই পত্রিকাটি বাজারে আসবে বলে জানা গেছে। সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির সদর উপজেলার খানপুর গ্রামের মরহুম গোলাম হোসেনের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে সাতক্ষীরার স্থানীয় সাপ্তাহিক মুক্ত স্বাধীন ও দৈনিক কালেরচিত্র পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ, নিউজবাংলা, বার্তাবাজারসহ একাধিক অনলাইন ও জাতীয় দৈনিকে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নতুন কর্মস্থলে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.