প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি একটি ইলেক্ট্রনিক মিডিয়া দেশ টিভিতে Northern University of Business and Technology Khulna (NUBTK)- এর ওপর প্রচারিত কয়েকটি রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে তৈরী করা এই উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টটির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নিচে দেয়া হলো আনুমানিক মাসখানেক পূর্বে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী (ব্যক্তিগত গোপনীয়তার কারণে তার পরিচয় গোপন রাখা হচ্ছে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে, দেশ টিভি-র খুলনা প্রতিনিধি মো. অসীম তাকে অজ্ঞান করে তার একটি নগ্ন ছবি তোলেন, এবং ঐ ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে তাকে বারবার তার (জনাব অসীমের) বাসায় যাবার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু কিছুতেই তার বাসায় না যাবার কারণে অসীম তার ঐ নগ্ন ছবি ভাইরাল করে দিয়েছে। ঐ ছাত্রী আরো বলেন যে, তিনি এ বিষয়ে জনাব অসীমের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে একটি মামলা করেছেন এবং তিনি তার আইনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা চান। এটি বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা হওয়ায় এবং এ ঘটানায় মামলা হওয়ায় এ বিষয়টি নিয়ে ঐ ছাত্রীকে আইনী প্রক্রিয়ায় অগ্রসর হবার জন্য বিশ্ববিদ্যালয় থেকে পরামর্শ দেয়া হয়। এরপর, আনুমানিক সপ্তাহ দুয়েক আগে দেশ টিভি-র খুলনা প্রতিনিধি মোঃ অসীম তার এক বন্ধুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানান যে, ঐ নারী শিক্ষার্থী তাকে বিয়ে করার নামে ব্লাকমেইল করছে, এবং এই কারণে তিনি ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবী করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা সংক্ষুব্ধ ব্যক্তিকে লিখিতভাবে জানাবার পরামর্শ দেন, কিন্তু রেজিস্ট্রারকে জানানো হয় যে তার কথায় ঐ ছাত্রীকে বহিষ্কার না করা হলে, NUBTK- এ সম্পর্কে দেশ টিভি- তে নেতিবাচক রিপোর্ট করা হবে। ঐ ব্যক্তি রেজিষ্ট্রার কে আরো বলেন যে, জনাব অসীমের বাড়ি গোপালগঞ্জ এবং তার হাত অনেক লম্বা, একজন সামান্য ছাত্রীর জন্য তার কথার বাইরে গেলে বিশ্ববিদ্যালয় এবং রেজিস্ট্রারের জন্য তা ক্ষতির কারণ হতে পারে।
এই হুমকির পরপরই জনাব অসীমের মাধ্যমে দেশ টিভিতে NUBTK- এ সম্পর্কে ধারাবাহিকভাবে কিছু বানোয়াট রিপোর্ট প্রকাশ করেন। এর মধ্যে কিছু কিছু বিষয় এত নোংরা এবং এত নির্জলা মিথ্যা যে এ বিষয়ে কথা বলাও অরুচিকর। উল্লেখ্য, উল্লেখিত নারী শিক্ষার্থী কর্তৃক দায়েরকৃত মামলা ছাড়াও জনাব অসীমের বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজী, প্রতারণাসহ আরো বেশ কয়েকটি মামলা চলমান। এছাড়া, উল্লেখিত শিক্ষার্থী তাকে হুমকি দিয়ে জনাব অসীমের কিছু ফোনের রেকর্ড আমাদের শুনিয়েছে। ঐ কথপোকথনে জনাব অসীম যে কদর্য ভাষা ব্যবহার করেছেন, তাতে তার চরম নোংরা ও বিকৃত মানসিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ধরনের একজন ব্যক্তির ব্যক্তিগত আক্রোশপ্রসূত এবং ব্লাকমেইলিং-এর উদ্দেশ্যে করা এই রিপোর্টের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে, দেশ টিভি কর্তৃপক্ষ এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি তার বিরুদ্ধে ব্যবস্থা প্রহণের জন্য জোরালো দাবী জানাই। উল্লেখ্য, NUBTK প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউজিসি-র সকল শর্ত পূরণ করে মানসম্মত উচ্চ শিক্ষা প্রদাণের ক্ষেত্রে বৃহত্তর খুলনা অঞ্চল, তথা সারা দেশে প্রভূত সুনাম অর্জন করেছে, যার ফলশ্রুতিতে এই ক্যাম্পাস থেকে লেখাপড়া শেষ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনাব অসীমের উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টে উত্থাপিত বিষয়ে কোন সম্মানিত সাংবাদিক বা অন্য কারো কোন প্রশ্ন থাকলেও সে বিষয়ে খোলামনে আলোচনার জন্য আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।