অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ১০২ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনার বিষয়ে সর্বশেষ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার ৪২৪৯টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন। এতে দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।