অনলাইন ডেস্ক
দেশের সব সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালে গড়ে প্রতি ঘণ্টায় দুজন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন।
মঙ্গলবার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাস এ তথ্য জানায়।
তিনি আরো জানান, ‘মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৪৯ জন চিকিৎসকের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট চিকিৎসকের সংখ্যা ৪২২ জনে পৌঁছেছে।’ রোগীদের চিকিৎসা দেয়ার সময় সরকারি ও বেসরকারি হাসপাতালে শুধু ঢাকাতেই ৩০৮ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা উদ্বেগজনক। তাদের মধ্যে ১৯১ জন সরকারি হাসপাতালের, ৯৭ জন বেসরকারি হাসপাতালের এবং ২০ জন অন্যান্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন।
ঢাকার পর চিকিৎসকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত বিভাগ হচ্ছে ময়মনসিংহ, যেখানে ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৪, খুলনায় ১৩, বরিশালে ১০, সিলেটে ৬, রংপুরে ৫ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে শনিবার ডা. নিরুপম বলেন, চিকিৎসকের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মানসম্পন্ন গাউন, মাস্ক, গ্লাভস এবং চশমার বিকল্প নেই।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।
সুত্র: মেডিভয়েস