সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: ১লা জানুয়ারী ২০২০ সারাদেশে চলছে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। নতুন বছরের প্রথম দিনে বুধবার সকাল থেকে দেশের সব স্কুলে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখে দেশজুড়ে বই বিতরণের মাধ্যমে পালন করা হয় বই উৎসব। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা-০৪ আসনের এলাকার বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন জগলুল হায়দার এমপি। বুধবার সকাল ১০.০০টায় শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। সকাল ১০.৩০ টায় নকিপুর হরিচরন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন এবং সকাল ১১.০০টায় শ্যামনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় এমপি জগলুল হায়দার বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শিক্ষার কোন বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। দেশেকে এগিয়ে নিতে সরকারের বড় কাজ শিক্ষা। সেকারণে প্রতিবছর সরকার শিক্ষাক্ষাতে রেকর্ড পরিমান বরাদ্দ দিচ্ছে। সরকার ২৬ হাজার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১লাখ ৪ হাজার শিক্ষককে সরকারি আওতায় নিয়ে এসেছে। বেশ কিছুদিন আগে প্রায় ২ হাজার নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করেছে। এবছর সরকার প্রায় ৩৬ কোটি বই বিনা মূল্যে শিক্ষার্থিদের হাতে তুলে দিচ্ছেন। যা অতিতেই সরকারের রেকর্ড অতিক্রম করেছে। তাই জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশের মানুষের ভাগ্যসহ প্রতিটি স্তরে দৃশ্যমান উন্নয়ন ঘটে। সকলেই জননেতৃ শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ জিএম আকবর কবির, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্জ নাজমুল হুদা।