পাইকগাছা প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের লক্ষ্যে পাইকগাছায় দেলুটি ইউনিয়ন পরিষদের আয়োজনে আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেলুটি ইউনিয়নের দেলুটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে উক্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। সভায় সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে নির্মল কান্তি মন্ডল, পিযুষ কান্তি সরকার, ভবানী শংকর রায়, নিরাঞ্জন রায়, আবুল হোসেন গাজী, কালিদাস মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, বিনতা সরকার, রাম চন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার হোসেন, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরকার, লক্ষ্মী রানী সরকার, মেরী রানী সরকার সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।